জাতির পিতার প্রতিকৃতিতে সেনাপ্রধানের শ্রদ্ধা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/06/21/ispr.jpg)
বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আজ শুক্রবার শ্রদ্ধা নিবেদন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ছবি : আইএসপিআর
বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আজ শুক্রবার (২১ জুন) ধানমণ্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
পরে জাতির পিতা এবং তার পরিবারের সদস্যসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণকারীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন সেনাবাহিনী প্রধান।
এ সময় সেনাপ্রধানের সঙ্গে ছিলেন সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারাসহ অন্যান্য কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবীর সেনাসদস্যরা।