নৌকা থেকে পড়ে নিখোঁজ কাজলের সন্ধান মেলেনি
চট্টগ্রামের কালুরঘাটে ফেরির সঙ্গে ধাক্কা লেগে নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়া মো. আশরাফ উদ্দিন কাজলের (৫৩) সন্ধান মেলেনি। নিখোঁজ কাজল চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালক। আজ রোববার (২৩ জুন) কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে কর্ণফুলী নদীর কালুরঘাট পশ্চিম প্রান্তের ফেরিঘাটে নৌকা থেকে পড়ে নিখোঁজ হন কাজল।
বাহার উদ্দিন জানান, নৌকায় যাত্রী তোলার সময় প্রবল স্রোতে নৌকাটি ফেরির সঙ্গে ধাক্কা লেগে দুই যাত্রী নদীতে পড়ে যান। একজন উঠতে পারলেও অপরজন নদীতে তলিয়ে যায়।
খবর পেয়ে কালুরঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা রাত ৮টা উদ্ধার তৎপরতা চালিয়ে কাজলের সন্ধান পায়নি। আজ রোববার সকাল থেকে উদ্ধার অভিযান আবার শুরু হলেও সকাল সাড়ে ৯টা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ কাজল বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী তিন নম্বর ওয়ার্ডের মৃত মেজর হাবিবুর রহমানের ছেলে। অপর যাত্রী নূর কাদের (৩৮) জেলার বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ইমামুল্লারচরের ছবুর আহমদের ছেলে।