তিনটি কাজের গুরুত্ব দিয়ে নতুন মিশন শুরু করবে র্যাব
তিনটি কাজের গুরুত্ব দিয়ে নতুন মিশন শুরু করবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)। রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন র্যাবের নতুন মহাপরিচালক ব্যারিস্টার মো. হারুন অর রশীদ এ কথা বলেন।
আজ রোববার (২৩ জুন) র্যাবের সব ব্যাটালিয়নের অধিনায়কদের সঙ্গে আইনশৃঙ্খলাবিষয়ক বিশেষ সভা শেষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। র্যাব প্রধান বলেন, তিনটি কাজকে গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, উগ্রবাদ; সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন এবং কিশোর গ্যাং কালচার নির্মূল নিয়ে আমরা জোরালোভাবে কাজ শুরু করেছি।
র্যাবের নতুন মহাপরিচালক বলেন, এই তিনটা বিষয়ের মধ্যে অন্যতম প্রধান মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার। এরপর উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন এবং সবশেষে কিশোর গ্যাং কালচার নির্মূল করা।
ডিজি বলেন, যারা কিশোর গ্যাং পরিচালনা করছে, সেদিকেও নজর দিচ্ছি। যে অপরাধ করে, আর যে অপরাধ করায় দুজনই অপরাধী। উভয়কেই আইনের আওতায় আনা হবে এবং কিশোর গ্যাং নির্মূলে রাজনৈতিক ব্যক্তিদের সম্পর্ক খুঁজে পেলে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
র্যাবের মহাপরিচালক আরও বলেন, অনলাইন গেমের মাধ্যমে জুয়া বন্ধেও আমরা কাজ করব। অনলাইন জুয়া প্রতিরোধে আমাদের সাইবার ক্রাইম ইউনিট কাজ করছে।