গ্যাস বাবুর মোবাইল ফোন উদ্ধারে ঝিনাইদহে পুকুরে অভিযান
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনারুল আজিম আনার হত্যা মামলার আসামি শিমুল ভুঁইয়ার সঙ্গে যোগাযোগে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন পুকুরে ফেলে দেন আওয়ামী লীগের নেতা কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু। ওই মোবাইল ফোনগুলো উদ্ধারে আজ বুধবার (২৬ জুন) জেলা শহরে গাঙ্গুলি মিষ্টন্ন ভান্ডার ও স্টেডিয়ামের পেছনে দুটি পুকুরে অভিযান চালানো হচ্ছে।
এ মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর ডিবির সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমানের নেতৃত্বে ১০ সদস্যের একটি টিম স্থানীয় জেলে ও ডুবুরিদের সহযোগিতায় এ উদ্ধার অভিযান পরিচালনা করছে।
এর আগে গতকাল মঙ্গলবার কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে কাশিমপুর কারাগার থেকে ঝিনাইদহ কারাগারে স্থানান্তর করা হয়। জেলা শহরের পায়রাচর এলাকায় বিপুল পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে করছেন গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারুক আজম ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন উদ্দীন বলেন, গ্যাস বাবুর তিনটি মোবাইল ফোন উদ্ধারে পুকুরে অভিযান চালানো হচ্ছে। সকাল থেকেই যে দুটি পুকুরে অভিযান পরিচালনা করা হচ্ছে, সেগুলোর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়েছে।
গত ৫ জুন ঝিনাইদহ জেলা শহরের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে। পরে তিনি আদালতে এ মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।