ফরিদপুরে দ্রব্যমূল্য বৃদ্ধির অস্থিরতা নেই : ভোক্তা অধিকারের মহাপরিচালক
ফরিদপুরে দ্রব্যমূল্য অনেকটাই স্বাভাবিক বললেন ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান। আজ বুধবার (২৬ জুন) বিকেলে ফরিদপুর হাজি শরীয়াতুল্লাহ বাজার তদারকি করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ভোক্তা অধিকারের মহাপরিচালক আরও বলেন, ফরিদপুরে আলু উৎপাদন হয় না, সে তুলনায় এখানে আলুর দাম খুব একটা বেশি না। তবে সারা দেশে দ্রব্যমূল্য যতটুকু বেড়েছে, এখানেও সেই প্রভাবটা আছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি।
এ সময় ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আলী, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সোহেল শেখ, জেলা চেম্বার সভাপতি নজরুল ইসলামসহ ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে শহরের বদরপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনে কর্মরত কর্মকর্তাদের নিয়ে ইউএসএআইডি ফিড দ্য ফিউচার পলিসি অ্যাক্টিভিটি এবং বিসেফ ফাউন্ডেশনের সহযোগিতায় 'নিরাপদ খাদ্য সংশ্লিষ্ট আইন ও নীতি' বিষয়ক সচেতনতামূলক কর্মশালায় অংশ নেন ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক।