ককটেল বিস্ফোরণে শ্রমিক লীগের চার নেতাকর্মী আহত
সাভারের আশুলিয়ায় হামলা ও ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন শ্রমিক লীগের চার নেতাকর্মী। গতকাল শুক্রবার (২৮ জুন) দিনগত রাত পৌনে ১২টার দিকে আশুলিয়া থানার দক্ষিণ বাইপাইলে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া থানা সাধারণ সম্পাদক সোহাগ মুন্সী (৩২), তার শ্যালক জাতীয় শ্রমিক লীগের ধামশোনা ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক সাগর হোসেন (২৩) ও শ্রমিক লীগ কর্মী সিদ্দিককে (৪৭) গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া শফিকুল ইসলাম নামে আরেক কর্মীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে আজ দুপুরে আশুলিয়া থানার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নেতাকর্মীরা।
শ্রমিক লীগের নেতা সোহাগ মুন্সীর অভিযোগ, রবিউল ইসলাম নামে এক পোশাক শ্রমিক হত্যা মামলায় অভিযুক্ত আসামিদের বাদ দিয়ে আদালতে চার্জশিট দেয় পুলিশ। সেই রিপোর্ট প্রত্যাখান করে রবিউলের পরিবার আদালতে নারাজী দিলে আসামিপক্ষ দীর্ঘদিন ধরেই হুমকি দিয়ে আসছিল বলে জানান রবিউল। এর জের ধরে ঘটনার সময় ২৫ থেকে ৩০ জনের একদল দুর্বৃত্ত তার বাড়ি সংলগ্ন শ্রমিক লীগ কার্যালয়ে ঘেরাও করে। প্রথমে ককটেল হামলা করে। পরে অফিসে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এতে আহত হন চারজন। পরে গুরুতর অবস্থায় তাদের সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে আহত শ্রমিক লীগের নেতা সোহাগ মুন্সীর মা ফাতেমা বেগম বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) এ এফ এম সায়েদ জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।