নেত্রকোণায় আবারও বাড়ছে নদ-নদীর পানি
ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোণার প্রধান নদ-নদীগুলোর পানি আবারও বাড়ছে। উব্ধাখালি নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বিপদসীমার ০.১৪ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এতে নদীর পানি নিম্নাঞ্চলে ঢুকে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
নেত্রকোণা জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, জেলার সীমান্ত উপজেলা কলমাকান্দায় আজ সোমবার (১ জুলাই) সকাল নাগাদ উব্ধাখালি নদীর পানি বিপদসীমার ০.১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নিম্নাঞ্চলের বাসা বাড়িতে এখনও পানি না ঢুকলেও বৃষ্টি অব্যাহত থাকায় বন্যার আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার প্রধান নদ-নদী কংশ, সোমেশ্বরী, মগড়া ও ধনু নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও বিপদসীমা ছাড়ায়নি।
নেত্রকোণা জেলা প্রশাসক (ডিসি) শাহেদ পারভেজ বলেন, নদীর পানি বৃদ্ধি পেলেও এখন পর্যন্ত জেলার বাড়ি-ঘরে পানি ঢোকেনি। তবে পানি বৃদ্ধিতে বন্যার আশঙ্কা থাকলেও তা মোকাবিলার জন্য সব প্রস্তুতি রয়েছে।
এদিকে, আজ সোমবার (১ জুলাই) আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত নেত্রকোণায় ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল রোববারও এ জেলায় ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের এ প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।