পরীক্ষাকেন্দ্র থেকে গাঁজা-নকলের চিরকুটসহ আটক ৩, একজনকে ৬ মাস কারাদণ্ড
নারায়গঞ্জের রূপগঞ্জে এইচএসসি পরীক্ষা চলাকালে প্যান্টের পকেট তল্লাশি করে ২০০ গ্রাম গাঁজাসহ নকল পাওয়ায় একজনকে এবং নকলসহ আরও দুজনকে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আজ বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এরপর শ্রাবণ মোল্লা নামে একজনকে গাঁজা রাখায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর দুজনকে বহিষ্কার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
দণ্ডাদেশপ্রাপ্ত শ্রাবণ মোল্লা উপজেলার মাহনা এলাকার হিরণ মোল্লার ছেলে। সে পাশের পাচরুখী বেগম আনোয়ারা কলেজের শিক্ষার্থী। নকল পাওয়ায় পরীক্ষা থেকে বহিষ্কার করা হয় সলিমউদ্দিন চৌধুরী কলেজের শিক্ষার্থী তরিকুল ইসলাম তুর্য ও পাচরুখী আনোয়ারা বেগম কলেজের শিক্ষার্থী সাঈদকে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান মাহমুদ রাসেল জানান, আজ এইচএসসি ইংরেজি প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিনিসহ উপজেলা সহকারী কমিশনার সিমন সরকার ভুলতা স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে যান। দুপুর সাড়ে ১২টার দিকে একটি কক্ষ থেকে কয়েকজন ছাত্র বের হয়ে বাথরুমে যায়। পরে তারা রুমে এসে খাতায় লিখতে থাকে। কিন্তু তাদের আচরণ সন্দেহ হলে কক্ষে ডিউটিরত শিক্ষক দিয়ে প্রথমে শ্রাবণ মোল্লার শার্ট ও প্যান্টের পকেট তল্লাশি করলে ২০০ গ্রাম গাঁজা ও নকল করার জন্য কিছু চিরকুট পাওয়া যায়। এ সময় পরীক্ষার্থী তরিকুল ইসলাম তুর্য ও সাঈদের কাছেও কিছু নকল করার চিরকুট পাওয়া যায়।
এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট গাঁজাসহ আটক শ্রাবণ মোল্লাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ এবং ১০০ টাকা জরিমানা এবং তুর্য ও সাঈদকে পরীক্ষা থেকে বহিষ্কার করেন।
পরে শ্রাবণকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করলে বিকেলে পুলিশ তাকে নারায়ণঞ্জ জেলা কারাগারে পাঠায়।