ছাগলকাণ্ডে বিতর্কিত মতিউরের স্ত্রী বললেন, সাংবাদিকদের ম্যানেজ করে আসার কথা বলিনি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/07/05/motiurs_wife.jpg)
ছাগলকাণ্ডের বিতর্কিত ও সাময়িক বরখাস্ত জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী ও নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ। গণমাধ্যমে যখন আলোচনায় তিনিও, তখন ‘বড় বড় সাংবাদিকদের কিনে এসেছি, সব থেমে যাবে’ বক্তব্যেও ওঠে ঝড়। অবশেষে এই বক্তব্যের বিষয়ে মুখ খুললেন তিনি। গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) দাবি করলেন, বিভিন্ন গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া তার বক্তব্যের তথ্যটি সঠিক নয়।
গতকাল সন্ধ্যায় উপজেলা পরিষদের নিজ কক্ষে রায়পুরার স্থানীয় সাংবাদিকদের ডেকে লায়লা কানিজ বলেন, ২৭ জুন বৃহস্পতিবার আমি অফিসে এসেছিলাম এবং আমার অফিসের যেসব কাজকর্ম ছিল, সে সব কিছু শেষ করে আমি কারও সঙ্গে কোনো বাক্য বিনিময় না করে পরিষদ থেকে সোজা আমার নিজ গাড়িতে করে অফিস ত্যাগ করি। কিন্তু সেদিন কে বা কারা সাংবাদিক ভাইদের একটা ভুল তথ্য দিয়েছেন যে, আমি ঢাকার সব বড় বড় সাংবাদিকদেরকে ম্যানেজ করেই এখানে এসেছি। এটা আসলে সম্পূর্ণ মিথ্যা কথা। এ রকম কথা বলিনি। তাই যারা মিডিয়াকর্মী ও সাংবাদিকদেরকে এ রকম ভুল তথ্য দিয়েছেন, তাদের কাছ থেকে আপনারা সত্য তথ্য নিয়ে উপস্থাপন করবেন।
লায়লা কানিজ বলেন, আপনারা সমাজের দর্পণ। আমি আশা করব, আপনারা সত্যটা প্রকাশ করবেন। আমি সবাইকে আবার বলছি—আমি এ কথাটা বলিনি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা ছিল।