চুয়াডাঙ্গায় ৮টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/07/10/chuadanga_bgb_news_pic.jpg)
চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে আটটি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার (১০ জুলাই) বিকেলে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
দামুড়হুদার ঠাকুরপুর বাগানপাড়া এলাকা থেকে স্বর্ণেরবার উদ্ধার এবং চোরাকারবারি আকরাম হোসেনকে (৩০) আটক করা হয়। তাঁর বাড়ি দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি ঠাকুরপুর গ্রামে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরপুর বিওপি কমান্ডার সুবেদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৯০ থেকে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের ভেতরে ঠাকুরপুর বাগানপাড়ার বটগাছের নিচে অবস্থান নেন। দুপুর সাড়ে ১২ দিকে একটি মোটরসাইকেল ওই এলাকা দিয়ে সীমান্তের দিকে যেতে দেখে চ্যালেঞ্জ করেন। এ সময় মোটরসাইকেলচালক পালানোর চেষ্টা করেন। তখন টহলদল তাঁকে আটক করে। বিজিবি সশস্ত্র টহল দল আটককৃত মোটরসাইকেল চালককে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁর পরা লুঙ্গির ভাঁজে কোমরের সঙ্গে কালো স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় চারটি প্যাকেটে দুই কেজি ৩৩৫ গ্রাম ওজনের আটটি স্বর্ণের বার উদ্ধার পায়। পরে মোটরসাইকেল ও এসব স্বর্ণের বার জব্দ করা হয়। মোটরসাইকেল ও এসব স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা।
সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান আরও জানান, আটক ব্যক্তিকে আসামি করে দর্শনা থানায় মামলা এবং স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।