নেত্রকোনায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস পালিত
নেত্রকোনায় নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস। ১৯৭১ সালের আজকের দিনে (২৬ জুলাই) ভারতীয় সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার নাজিরপুর নামক স্থানে পাক হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের ভয়াবহ সম্মুখ যুদ্ধ সংঘটিত হয়।
এই যুদ্ধে সাত বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। তাঁরা হলেন নেত্রকোনার ডা. আজিজ, মো. ফজলুল হক, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার মো. নুরুজ্জামান, মো. ইয়ার মাহমুদ, দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস, ভবতোষ চন্দ্র দাস ও জামালপুর জেলার মো. জামাল উদ্দিন।
দিবসটি উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড ও কলমাকান্দা উপজেলা ইউনিট কমান্ড প্রতি বছরের ন্যায় এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে এই দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে। কর্মসূচির মধ্যে ছিল নাজিরপুর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, লেঙ্গুরা ইউনিয়নের ফুলবাড়িয়ার সাত শহীদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ, লেঙ্গুরা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা, বাদ জুম্মা লেঙ্গুরা বাজার জামে মসজিদে মিলাদ মাহফিলসহ বিভিন্ন মসজিদ, মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা।
প্রতিটি আয়োজনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত কুমার সরকার সজল, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান লিটনসহ জেলা ও উপজেলার মুক্তিযোদ্ধাসহ আওয়ামী লীগের জেলা ও স্থানীয় নেতারা।