কেমন আছে মিরপুর-১০ চত্বর?
রাজধানীর কাজীপাড়া মেট্রোরেল স্টেশনের বাম পাশের গেটে সিআইডির ক্রাইম সিনের ফিতা ঝুলানো। কারণ, এ স্টেশনের ভেতরে ঢুকে তাণ্ডব চালিয়েছিল দুর্বৃত্তরা। আজ শুক্রবার (২৬ জুলাই) বিকেল ৪টা ৫০ মিনিটে গেটের এ দৃশ্য দেখা যায়। মিনিট পাঁচেক পর এ গেট দিয়েই রাস্তায় বের হলেন মাহে আলম। তিনি মেট্রোরেলের সিকিউরিটি ইনচার্জ। তার দাবি, কাজীপাড়া স্টেশনের চেয়ে বেশি ক্ষতি হয়েছে মিরপুর-১০-এর মেট্রোরেল স্টেশনে। স্টেশনের ভেতরে সব ভেঙেচুরে একারকার করে দেওয়া হয়েছে। আপাতত মেট্রোরেলের এ দুটি স্টেশনে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। কেবল তদন্ত সংশ্লিষ্টরা ভেতরে প্রবেশ করবেন।
মাহে আলম বলেন, কাজীপাড়া স্টেশনের ভেতরের কন্ট্রোল রুমসহ অন্যান্য স্থানে কাঁচ ভাঙা হয়েছে। কম্পিউটারও ভাঙা হয়েছে। ভেতরে থাকা সব কম্পিউটার নিয়ে গেছে কর্তৃপক্ষ। অন্যদিকে, মিরপুর-১০ স্টেশনের ভেতরে ভাঙচুর করা হয়নি এমন কিছু নেই। এখান থেকেও একটি কম্পিউটার নিয়ে যাওয়া হয়েছে। এ স্টেশনেও ক্রাইম সিনের ফিতা দিয়ে ক্রাইম জোন ঘোষণা করা।
মেট্রোরেলের সহিংসতার এ ঘটনায় মামলার সংখ্যা জানতে চাইলে মাহে আলম বলেন, ম্যাজ্রিস্টেট একটি মামলা করবেন। ২০ জুলাই শ্যাওড়াপাড়ায় মেট্রোরেলের একটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। ২১ জুলাই মিরপুর ১০-এ আরও দুটি গাড়ি ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়েছে। এ তিনটি গাড়ির ঘটনায় আমি বাদি হয়ে আগামীকাল শনিবার দুটি মামলা করব। অন্যদিকে, আমাদের মেট্রোলের এমডির গাড়ি ভাঙচুর করা হয়েছে, তিনিও হয়তো মামলা করবেন।
এসব বিষয়ে জানতে এমআরটি পুলিশের ডিআইজি মাহবুবুর কামালের মুঠোফোনে কল করা হয়। তবে, তিনি রিসিভ করেননি।
মিরপুর-১০ নম্বর বাসস্ট্যান্ডে গিয়ে ওভারব্রিজের দিকে তাকালে দেখা যায়, ব্রিজটি একেবারে পুড়িয়ে দেওয়া হয়েছে। অগুনে টিনগুলো পুড়ে ছাই হয়ে গেছে। লোহার খাঁচাটি কেবল পড়ে রয়েছে। ব্রিজের নিচে থাকা ট্রাফিক পুলিশ বক্সটি সম্পূর্ণ পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া পুলিশ বক্সটির দুপাশে সেনাবাহিনীর দুটি সাঁজোয়া যান রাখা হয়েছে। সেখানে কয়েকজন সেনা সদস্যকে দেখা গেছে। আজ বিকেল পৌনে পাঁচটার দিকে এ দৃশ্য দেখা গেছে।
এ সময়ে ১০ নম্বর গোল চত্বরে দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট মুনির। তিনি এ প্রতিবেদকে বলেন, ‘মিরপুর-১০-এ ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় অনেককে গ্রেপ্তার করা হয়েছে। যারা জড়িত ছিল, তাদের সবাইকে আইনের আওয়াতায় আনার চেষ্টা চলছে।’