নরসিংদী কারাগারের ৫ কর্মকর্তাসহ ৮২ জনকে সাময়িক বরখাস্ত
নরসিংদী কারাগারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ, অস্ত্র-গুলি লুটসহ ৮২৬ জন আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচ কর্মকর্তাসহ ৮২ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদের মধ্যে জেল সুপার ও জেলারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং বাকি ৭৭ জনকে কারা অধিদপ্তর থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঘটনার পর নরসিংদী কারাগারে সদ্য যোগ দেওয়া জেলার আবু ইউসুফ আজ বুধবার (৩১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন।
জেলার আবু ইউসুফ জানিয়েছেন, কারাগারে হামলার পর দায়িত্বে অবহেলার অভিযোগে জেলার, সাময়িক বরখাস্তদের মধ্যে ৭৭ কারারক্ষিকে কারা অধিদপ্তর, ডেপুটি জেলার ও দুই সুবেদারকে ডি আই জি প্রিজন ও জেলার ও জেল সুপারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
নরসিংদী কোর্ট ইনসপেক্টর (ওসি) ওদেদুজ্জামান বলেন, নরসিংদী কারাগার থেকে পালিয়ে পাওয়া ৮২৬ জন বন্দির মধ্যে আজ বুধবার পযর্ন্ত ৫৯২ জন স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেন। পরে তাদের বিভিন্ন কারাগারে পাঠানো হয়।