পদত্যাগ প্রশ্নে যা বললেন প্রতিমন্ত্রী পলক
ফেসবুক ও ইউটিউব বন্ধের পর নানা ধরনের গুজব ছড়িয়ে পড়াসহ বিভিন্ন ইস্যুতে ব্যর্থতার দায় মাথায় নিয়ে আপনি পদত্যাগ করবেন কি না? ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের প্রতি এমন প্রশ্ন ছিল একজন সাংবাদিকের।আজ বৃহস্পতিবার (১ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী পলকের কাছে এমন প্রশ্ন রাখা হয়। প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে প্রতিমন্ত্রী বলেন, তারা (ফেসবুক ও ইউটিউব) বলেছে তাদের মধ্যেও এ বিষয়ে কিছু দুর্বলতা থাকতে পারে। আমরা বিভিন্ন পর্যায়ের মানুষের অনুরোধে এসব মাধ্যমগুলো খুলে দিয়েছি। আমাদের প্রত্যাশা থাকবে, তারা ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়াতে যেভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে আমাদের এখানেও সেইভাবে করবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের প্রতি তারা যাতে বৈষম্যমূলক কিছু না করে আমরা এটা প্রত্যাশা করছি।
প্রতিমন্ত্রীর এ জবাবের পর ওই সাংবাদিক পাল্টা প্রশ্ন করে বলেন, ফেসবুক বাংলাদেশে মিলিয়ন ডলারের ব্যবসা করছে। আপনি তাদের কাছে প্রত্যাশার কথা বলছেন, তাদের বাধ্য করতে পারছেন না কেনো?
জবাবে প্রতিমন্ত্রী বলেন, ফেসবুক একটা মাল্টিন্যাশনাল কোম্পানি। ফেসবুক যেমন বাংলাদেশ থেকে অনেক আয় করছে। ঠিক তেমনি আমাদের অনেক নাগরিকও ফেসবুক প্লাটফর্ম ব্যবহার করে অর্থ আয় করছে। তারপরেও ফেসবুক এ দায় এড়াতে পারে না।