ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
সারাদেশে ছাত্রদের ওপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ শনিবার (৩ আগস্ট) সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানার মোড়ে শিক্ষার্থীরা জমায়েত হয়। এসময় ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ঢাকা-সিলেট মহাসড়কে শিক্ষার্থীদের সাথে বিএনপির নেতাকর্মীকে দেখা যায়। ওই সময় আন্দোলনকারীরা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা। একই সাথে গ্রেপ্তারকৃত সকল শিক্ষার্থীদের মুক্তি দাবি জানান। দুপুর সাড়ে তিনটা থেকে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন চলে টানা আড়াই ঘণ্টা। এসময় ঢাকা-সিলেট মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
অন্যদিকে ছাত্র হত্যার বিচারের দাবিতে নরসিংদীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষকরা। দুপুরে নরসিংদী পৌরপার্কে জমায়েত হয় শিক্ষকরা। পরে তারা মানববন্ধন করেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করেন। ওই সময় ছাত্রদের ওপর সহিংসতা বন্ধের আহ্বান জানানো হয়।