সিলেটে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ-ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ
সিলেটে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন পুলিশ, সাংবাদিক ও পথচারীসহ অন্তত ১০ জন। ভাঙচুর করা হয়েছে গণমধ্যমের ক্যামেরা।
আজ রোববার (৪ আগস্ট) সকাল থেকে মহানগরের বিভিন্ন মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। বেলা সাড়ে ১১টা থেকে শহরের কোর্ট পয়েন্টে জড়ো হতে শুরু করে তারা। এ সময় তারা নানা স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন। দুপুর ১২টার দিকে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জিন্দাবাজারে গণমাধ্যমকর্মীদের মারধর ও ক্যামেরা ভাঙচুর করেছে আন্দোলনকারীরা। এ সময় ৭১ টেলিভিশনের দুই সাংবাদিককে মারধর ও ক্যামেরা ভাঙচুর করে বিক্ষোভকারীরা। বেলা ১টার পর জিন্দাবাজারে ছাত্রলীগের একটি মিছিল অস্ত্র নিয়ে ধাওয়া করে বিক্ষোভকারীদের।
এদিকে অসহযোগ আন্দোলনের ফলে নগরীতে চলাচল করছে না গণপরিবহণ। ছেড়ে যায়নি দূরপাল্লার ও স্বল্পপাল্লার বাস। খুলেনি দোকানপাট।