বগুড়ায় লাখো মানুষের ঢল, গুলিবিদ্ধ হয়ে আহত অর্ধশতাধিক
বগুড়া শহরের সাতমাথায় লাখো মানুষের ঢল। বিক্ষুব্ধ জনতা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন, পোস্ট অফিসে ভাঙচুর ও লুট, সদর পুলিশ ফাঁড়ি ভাঙচুর ও লুটপাট, উপজেলা পরিষদ ভাঙচুর ও লুটপাট এবং পুলিশ প্লাজায় ভাঙচুর ও লুটপাট করেছে। নিয়ন্ত্রণে পুলিশের টিয়ার গ্যাসের শেল ও গুলি। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে অর্ধ শতাধিক।
আজ সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টায় লাখো ছাত্র জনতা জাতীয় পতাকা হাতে নিয়ে অগ্রসর হতে থাকে এবং সাতমাথায় একত্রিত হয়ে উল্লাস করতে থাকে। এ সময় পুলিশ সাতমাথা হতে পিছু হটে থানায় আশ্রয় নেয়। পরে বিক্ষুব্ধ জনতা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন, পোস্ট অফিস, সদর ফাঁড়ি, পুলিশ প্লাজ ভাঙচুর ও লুটপাট চালায়। পরে তারা সদর থানায় হামলা চালায় এবং তিনটি পিকআপ ভ্যানে আগুন দেয়। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাসের শেল ও গুলি ছুড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে অর্ধশতাধিক মানুষ আহত হয়।