টোকাই-হকারদের দখলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জ্বালিয়ে দেওয়ার পর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় দখলে নিয়েছে গুলিস্তানের টোকাই ও হকাররা। পুড়ে যাওয়ার পর আসবাবপত্রসহ অন্যান্য যা কিছু আছে, সেগুলো নিয়ে যাচ্ছে তারা। আশপাশের দোকানদার ও উৎসুক জনতা তা দাঁড়িয়ে দেখছেন আর উল্লাস করছেন।
আজ মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে এমন পরিস্থিতি দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবর শোনার পরপর বিক্ষুব্ধ লোকজন দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেন। ওই সময় পাশের যুবলীগের কার্যালয়টিও পুড়িয়ে দেন বিক্ষুব্ধরা।
সরেজমিনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, ভবনটি থেকে এখনও ধোঁয়া উড়ছে। শত শত টোকাই ও ছিন্নমূলে মানুষ পুরো ভবনে ঢুকে যা পারছে নিয়ে যাচ্ছে। কয়েকজকে শাবল দিয়ে ভবনের দেওয়ালের মার্বেল পাথরগুলো খুলতে দেখা যায়।
সামনে দাঁড়িয়ে থাকা লোকজন মুহুর্মুহু হাততালি দিচ্ছে। তাদের একজন বলেন, ‘এটা দাম্ভিকতার চরম মাশুল। শেখ হাসিনা পালিয়ে গিয়ে নিজে বাঁচলেন কিন্তু আওয়ামী লীগকে একেবারেই নিঃশেষ করে দিয়ে গেলেন।’
একজন হকার হাততালি দিতে দিতে বলেন, ‘তাগো (আ.লীগ) অত্যাচার আর চাঁদাবাজির কারণে আমাদের জীবনটা দুর্বিষহ ছিল। পুলিশ, আওয়ামী লীগ, শ্রমিকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাদের আলাদা আলাদা চাঁদার হার ছিল। আমাদের বেচাবিক্রি হলেও চাঁদা দিতে হতো, না হলেও চাঁদা দিতে হতো। আওয়ামী লীগ ও দলটির নেতারা এর পরিণাম ভোগ করছে এখন।’