ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : আইসিটি উপদেষ্টা নাহিদ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ‘ইন্টারনেট সেবা একটি মানবাধিকার, তা বন্ধ বা গতি কমানোর মতো কাজ যেন না হয় সেদিকে নজর থাকবে। আগে ইন্টারনেট শাটডাউনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ আজ রোববার (১১ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘কথায় কথায় ইন্টারনেট বন্ধ করা চলবে না। ইন্টারনেট রাইটস মানবাধিকার। এটা লঙ্ঘন করা যাবে না। ইন্টারনেট শাটডাউনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আইসিটি উপদেষ্টা বলেন, ‘দুর্নীতি প্রশ্রয় দেবো না। তারুণ্য নির্ভর আইসিটি খাত গঠনে কাজ করব। তরুণদের কথা শুনব।’