চাঁদাবাজদের ধরে পা ভেঙে দিতে সেনাবাহিনীকে অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার
স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ছাত্রজনতার সম্মিলিত আন্দোলনে দেশের ওপর জেঁকে বসা দীর্ঘদিনের স্বৈরসানের অবসান হয়েছে। এখন আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। এ সুযোগে কেউ চাঁদাবাজি ও দখলবাজির সঙ্গে যুক্ত হলে তাদের পা ভেঙে দেওয়ার জন্য সেনাবাহিনীর কাছে অনুরোধ জানিয়েছি।
আজ সোমবার (১১ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে যোগ দেওয়ার আগে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে উপদেষ্টা বলেন, ‘আপনারা আপনাদের নেতাকর্মীদের সতর্ক করে দিন। ছাত্রজনতার এ আন্দোলনের ফলে গঠিত সরকারের প্রতি দেশের সর্বস্তরের মানুষের প্রত্যাশা অনেক বেশি। আমরা একটি সুস্থ, সুন্দর ও স্বাভাবিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। রাজনৈতিক দলের পরিচয় দিয়ে কিংবা কোনো ধরনের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না। যতদিন পর্যন্ত আছি, আমরা এটা করে ছাড়বো। কারণ আমরা সবাই মিলেই একটি স্বৈরাচারকে বিদায় করেছি। নতুন করে আবার কেউ স্বৈরাচারী হয়ে যাবেন, এটা তো হবে না।’
উপদেষ্টা আরও বলেন, ছাত্রজনতার আন্দোলন সফল হয়েছে বলেই আমি আজ এখানে এসেছি। আমি শুনেছি কারওয়ান বাজারে কয়েকজন চাঁদাবাজি করতে গেছে। এগুলোকে আমরা কোনোভাবেই সহ্য করবো না।