ছাত্র-জনতার ওপর গুলির নির্দেশদাতাদের কঠোর বিচার হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি করে হত্যার নির্দেশদাতাদের কঠোর বিচার হবে।
আজ মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানীর পিলখানায় বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন বাহিনীর সদস্যদের খোঁজ-খবর নেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন আরও বলেন, ‘পরিস্থিতি নিয়ে পুলিশ খুবই অনুতপ্ত। আমি আজও দেখলাম, পুলিশের সঙ্গে ছাত্ররা মিলেমিশে ট্রাফিকের কাজ করছে। পুলিশকে দানব বানানো হয়েছে। যারা এটি করেছে তাদের অবশ্যই বিচার হবে। আমরা আইনি প্রসেসে (প্রক্রিয়ায়) বিচার করব।’