ময়মনসিংহের মেয়র টিটুর পদত্যাগ দাবিতে সিটি করপোরেশনে শিক্ষার্থীরা
ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়রের পদত্যাগ দাবিতে দুই দফা কার্যালয়ে গেছেন শিক্ষার্থীরা। আজ রোববার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে করপোরেশন কার্যালয়ে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়ককে নিয়ে শিক্ষার্থীরা।
সেখানে শিক্ষার্থীরা মেয়র মো. ইকরামুল হক টিটুকে খোঁজাখুঁজি করেন। তখন ফলে করপোরেশনের কর্মকর্তা কর্মচারীরা অফিসে তালা দিয়ে নিরাপদে সটকে পড়েন। তাকে না পেয়ে শিক্ষার্থীরা যান কাউন্সিলরদের অফিসে। পরে সেওখানে গিয়েও মেয়রের খোঁজ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা দাবি করেন মেয়রের হাতে নিহত শিক্ষার্থী রেদুয়ার আহমেদ সাগরকে খুনের রক্ত লেগে আছে। তাই তাঁকে পদত্যাগ করতে হবে। আপনারাও (কাউন্সিলর) বাইরে যান।
বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু।
অপর দিকে আজ দুপুর আড়াইটার দিকে একদল শিক্ষার্থী সিটি করপোরেশন কার্যালয়ে গিয়ে আবারও মেয়রকে খোঁজাখুঁজি করেন। তখনও কর্মকর্তা-কর্মচারীদের কক্ষ বন্ধ করে চলে যেতে বাধ্য করেন।
সিটি করপোরেশনের একটি দায়িত্বশীল সূত্র জানায়, মেয়র ইকরামুল হক টিটু গতকাল রোববার সকালের দিকে অফিস করেছেন। এই খবর পেয়েই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা দুই দফা সিটি করপোরেশন কার্যালয়ে গিয়ে অবস্থান নেন।
ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি।