আন্দোলন স্থগিত করে কর্মস্থলে যোগ দেওয়ার ঘোষণা আনসার বাহিনীর
চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনের কর্মসূচি স্থগিত করে কর্মস্থলে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে আনসার বাহিনীর সদস্যরা। আজ রোববার (২৫ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে আন্দোলনের স্থগিতের ঘোষণা দেন আনসারদের আন্দোলনের সমন্বয়ক নাসির মিয়া।
এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন। নাসির মিয়া বলেন, উপদেষ্টা মহোদয় আমাদের ডেকে আমাদের কথাগুলো শুনেছেন। পর্যায়ক্রমে আমাদের দাবি দাওয়া পূরণের আশ্বাস দিয়েছেন। বর্তমানে দেশে বন্যা পরিস্থিতি চলছে।
এর আগে চাকরি জাতীয়করণের দাবিতে টানা চতুর্থ দিনের মতো রাস্তায় নেমেছেন আনসার সদস্যরা। প্রেস ক্লাব, সচিবালয় ঘিরে সকাল থেকেই অবস্থান নেন তারা। এতে বন্ধ হয়ে যায় সচিবালয়, হাইকোর্ট, প্রেসক্লাবের রাস্তা।