ওমানে গ্রেপ্তারদের মুক্তির বিষয়ে ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ
কোটা আন্দোলনের সময় ওমানে গ্রেপ্তার বাংলাদেশিদের মুক্তির বিষয়ে ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজ মঙ্গলবার (২৭ আগস্ট) হাইকোর্ট এ নির্দেশনা দেন। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে সালালাসহ ওমানের বিভিন্ন স্থানে আন্দোলন করতে গিয়ে প্রবাসীরা গ্রেপ্তার হন।
এর মধ্যে অনেকের সাজাও হয়েছে। তাদের সবার মুক্তির ব্যবস্থা করে সেখানে কাজের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনির উদ্দিন।
আবেদনে আরও বলা হয়, জীবিকার তাগিদে বাংলাদেশের নাগরিকরা বিশ্বের বিভিন্ন দেশে চাকরি বা ব্যবসা করে আসছে। কিন্তু কোটাবিরোধী আন্দোলন একটি গণতান্ত্রিক আন্দোলন, যা বাংলাদেশের মানুষের সঙ্গে সারা বিশ্বের স্বৈরাচারবিরোধী আন্দোলন হিসেবে ছড়িয়ে পড়ে।
এর মধ্যে একজনের নাম আব্দুল্লাহ আল মামুন, পাসপোর্ট নং A03273145, যিনি আমার প্রতিবেশী। উনি ওমানের সালালাতে গত ৩০ জুলাই কোটা আন্দোলন থেকে আরও অনেকের সাথে গ্রেপ্তার হন।
এর মধ্যে অনেকের সাজা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আব্দুল্লাহ আল মামুনসহ অনেকে জেলে আছে, যেকোনো মুহূর্তে সাজা দেওয়া হবে। এদের সবার পরিবার দেশে খুব উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। তাদের বাংলাদেশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মুক্ত করে ওইখানে আবার কাজে নিয়োগ করলে তার এবং তাদের পরিবারের অনেক উপকার হবে।