অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ
সুশাসন প্রতিষ্ঠায় আইন অঙ্গনে সংস্কার করার আহ্বান
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/08/28/457186597_930277272471735_3915417704323255906_n.jpg)
সচিবালয়ে আজ বুধবার আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনার নার্দিয়া সিম্পসনের সৌজন্য সাক্ষাৎ। ছবি : পিআইডি
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনার নার্দিয়া সিম্পসনের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। আজ বুধবার (২৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে আইন উপদেষ্টার সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় অস্ট্রেলিয়ান হাইকমিশনার বর্তমান সরকার বাংলাদেশে আইন ও বিচার অঙ্গনে সংস্কারে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। জবাবে বাংলাদেশে আইনের সুশাসন প্রতিষ্ঠায় একমত পোষণ করে বলেন, সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে দেশের আইন অঙ্গনে প্রয়োজনীয় সংস্কার করে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করা হবে।