নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন চার ফিলিস্তিনি সাংবাদিক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/08/29/nobel_shaanti_purskaar_philistin_thaamb.jpg)
গাজা যুদ্ধে ভয়হীন সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে ২০২৪ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য চারজন ফিলিস্তিনি নাগরিক মনোনীত হয়েছেন। তাঁরা হলেন–ফটোসাংবাদিক মোতাজ আজাইজা, টেলিভিশন প্রতিবেদক হিন্দ খোদারি, সাংবাদিক ও অধিকারকর্মী বিসান অউদা ও বর্ষীয়ান প্রতিবেদক ওয়ায়েল আল-দাহদৌ। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
এই চার সাংবাদিক তাদের প্রকাশিত সংবাদ ও ছবিতে গাজায় চলতে থাকা নৃসংশতা ও নিগ্রহের চিত্র পাঠক ও শ্রোতা-দর্শকদের অন্তঃদৃষ্টি দিয়ে উপলব্ধি করতে সাহায্য করেছেন।
গাজা ও ইউক্রেন যুদ্ধের মতো বিশ্বজুড়ে চলতে থাকা সংঘাতের বিরুদ্ধে শান্তির বাণী নিয়ে দর্শক-শ্রোতার সামনে হাজির হয়েছেন এই চার সাংবাদিক। ২০২৪ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য নরওয়ে ভিত্তিক নোবেল কমিটি এ পর্যন্ত ২৮৫ জনের মনোনয়ন গ্রহণ করেছে। এগুলোর মধ্যে রয়েছে ১৯৬ জন ব্যক্তি ও ৮৯টি প্রতিষ্ঠান।
![](http://www.uae.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2024/08/29/nobel_shaanti_purskaar_philistin_inaar.jpg)
আগামী ১১ অক্টোবর নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে এবং পুরস্কার হস্তান্তর করা হবে ১০ ডিসেম্বর। শান্তি ও মানবাধিকার রক্ষায় চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।