ময়মনসিংহ প্রেস ক্লাবে হামলা-ভাঙচুরের ঘটনায় নিন্দা
ময়মনসিংহ প্রেসক্লাবে হামলা, ভাঙচুর ও সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রেসক্লাব নির্বাহী পরিষদ। গতকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সেখানে বলা হয়, হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগের মদদপুষ্ট কতিপয় দুষ্কৃতকারী সম্প্রতি এই হামলা চালায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হামলাকারীরা নিজেদের বিএনপিপন্থী দাবি করে নানা উসকানিমূলক স্লোগান ও হট্টগোল করে। উদ্ভুত পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে বিষয়টি প্রেসক্লাবের পক্ষ থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের অবহিত এবং হামলাকারীদের নিবৃত্ত করতে তাঁদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হয়। প্রেসক্লাব কর্তৃপক্ষের অনুরোধে সেখানে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন প্রেসক্লাবে আসেন। তাঁকে দেখে হামলাকারীরা আরও বেপরোয়া হয়ে ওঠে এবং হট্টগোল শুরু করে। এ সময় তিনি হামলাকারীদের প্রেসক্লাবে নৈরাজ্য সৃষ্টি ও ভাঙচুর না করে আলোচনায় বসার অনুরোধ জানান।
এ ঘটনাকে কেন্দ্র করে হামলাকারীরা নিজের আইডি থেকে এবং ছদ্মনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ময়মনসিংহ প্রেসক্লাব ও সাধারণ সম্পাদক অমিত রায় এবং যুবদল সভাপতি রোকনকে নিয়ে নানা ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক অপপ্রচার শুরু করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব কর্মকাণ্ড প্রেসক্লাবের নির্বাহী পরিষদের দৃষ্টিগোচর হয়েছে। এ ঘৃণ্য অপতৎপরতা চলতে থাকলে প্রেসক্লাব কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবে।