পাবনায় যৌথবাহিনীর অভিযানে একে-৪৭ রাইফেল উদ্ধার
পাবনার বেড়া উপজেলায় যৌথবাহিনীর অভিযানে একটি নতুন মডেলের জিএসজি একে-৪৭ (মেড ইন জার্মানি) রাইফেল উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার (সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার বনগ্রাম এলাকা থেকে একটি বাক্সে আটকানো অবস্থায় রাইফেলটি উদ্ধার করা হয়। এছাড়া দুটি ম্যাগাজিন, একটি টেলিস্কোপ, একটি ওয়েল ব্রাশ, একটি কাঠের বাট ও একটি ক্লিনিং রড উদ্ধার করা হয়।
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাত ৯টার দিকে পাবনার সাথিয়া উপজেলা সেনাক্যাম্প (১০ মিডিয়া আর্টিলারি) থেকে ক্যাপ্টেন মেহেদী হাসানের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল বেড়া উপজেলার বনগ্রামে অভিযান চালায়। অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ওই সব সরঞ্জমাদি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্যাপ্টেন মেহেদী হাসান জানান, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জমাদি বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে বেড়া থানায় হস্তান্তর করা হয়েছে।