আর্থিক খাতের রাঘব বোয়ালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে : উপদেষ্টা ড. সালেহউদ্দিন
আর্থিক খাতের রাঘব বোয়ালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আমরা আর্থিক খাতের রাঘব বোয়ালদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। ক্রমান্বয়ে এটি আরও দৃশ্যমান হবে। কালো টাকা সাদা করার সুযোগ না থাকায় রাজস্ব বোর্ড অর্থ লোপাটকারীদের সহজে ধরতে পারবে।’
আজ শনিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্ন্যান্স ম্যানেজম্যান্ট (বিআইজিএম) আয়োজিত সভায় অংশগ্রহণের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘পণ্য সরবরাহ ও বাজারে চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে আলু ও পেঁয়াজের ট্যাক্স কমানো হয়েছে। আমরা আশা করছি, শিগগির নিত্যপণ্যের বাজারদর কমে আসবে।’
অর্থ উপদেষ্টা বলেন, ‘পোশাক কারাখানাগুলোতে শ্রমিক অসন্তোষ কমাতে মালিক, শ্রমিক ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। খুব দ্রুত এটার সমাধান হবে।’
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘একটা ইউনিট আগে চালু হবে। এরপরে দ্বিতীয় ইউনিটের কাজ শুরু হবে।’