মেঘনার ভাঙনে ভৈরব নদীবন্দরের সংযোগ সড়কসহ বিলীন বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান
কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীর আকস্মিক ভাঙনে মেঘনা ও যমুনা অয়েল কোম্পারির তেল সরবরাহ কেন্দ্র, বিএডিসির সারের গুদাম ও পৌর এলাকার কয়েকটি গ্রামের সঙ্গে ভৈরব নদীবন্দরের সংযোগ সড়কটিসহ বেশ কিছু কাঁচা বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিলীন হয়ে গেছে।
আজ রোববার (৮ সেপ্টেম্বর) ভোর রাত ৩টার দিকে হঠাৎ ভাঙনে সংযোগ সড়কটিসহ সড়কের পাশের ঘর-দোকান, ব্যবসা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়ে যায়।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভাঙনরোধে তারা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করেছেন।
খবর পেয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রেদুয়ান রাফি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানায়, রাতে এ সময় অনেকেই ঘুমে থাকায় কিছু বুঝে উঠার আগেই এক এক করে ঘর-বাড়ি, যমুনা অয়েল কোম্পানির প্রতিরোধ দেওয়াল, নামাজের ঘর এবং পাইপ লাইনসহ ৫০ মিটার বাইপাস সড়ক নদী গর্ভে বিলীন হয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী একটি মহল রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার বলে এ এলাকা থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তেলন করে। ফলে গত বছরের এ সিজনে বর্তমান ঘটনাস্থলের ২০ গজ দক্ষিণ পাশে ভাঙনে বেশ কিছু স্থাপনা নদী গর্ভে তলিয়ে যায়। এতে দুই ব্যক্তির মৃত্যু ঘটে।