জিএসপি সুবিধা দেওয়ার বিষয়ে ইতিবাচক যুক্তরাষ্ট্র : বাণিজ্য উপদেষ্টা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/09/08/banijjo.jpg)
অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। ছবি : অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়
অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, পণ্য রপ্তানিতে বাংলাদেশকে জিএসপি সুবিধা দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ইতিবাচক দৃষ্টি রাখবে বলে আমরা আশার করছি। এ বিষয়ে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছি।
আজ রোববার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি ২০২৪-২৫ অর্থবছরে রপ্তানির আয়ের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১২ দশমিক ৪০ শতাংশ ধরা হচ্ছে।
রপ্তানির লক্ষ্যমাত্রার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, পণ্য রপ্তানিকেও আমরা অগ্রাধিকার দিচ্ছি। রপ্তানি বাড়ানোর ক্ষেত্রে যেসব বাধা রয়েছে সেগুলো পর্যালোচনা করে আমরা দূর করার উদ্যোগ নেবো। আমরা আশা করছি, সামনের দিনগুলোতে রপ্তানি ভালো হবে।