রিমান্ড শেষে সাবেক হুইপ আ স ম ফিরোজ কারাগারে
রাজধানী ভাটারায় সোহাগ মিয়া (১৬) নামের এক কিশোর হত্যার ঘটনায় সাবেক হুইপ আ স ম ফিরোজকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার (৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব এই আদেশ দেন।
এদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট( সিএমএম) আদালতে দুই দফায় ১০ দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা আসামি ফিরোজকে আটক রাখার আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
নথি থেকে জানা গেছে, গত ২৩ আগস্ট রাতে ঢাকার বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরে দুই দফায় ১০ দিন রিমান্ডে পাঠানো হয়। সেই রিমান্ড শেষ হলে আজ আদালতে হাজির করে পুলিশ।
নথি থেকে জানা গেছে, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিকেলে ভাটারা থানাধীন ফরাজী হাসপাতালের সামনে পুলিশের গুলিতে নিহত হয় সোহাগ মিয়া। এ ঘটনায় ২০ আগস্ট তার বাবা শাফায়েত হোসেন ভাটারা থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯১ জনকে আসামি করা হয়। ওই মামলায় আ স ম ফিরোজকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।