বিটিআরসির নতুন চেয়ারম্যান এমদাদ উল বারী

বিটিআরসির নবনিযুক্ত চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী। ফাইল ছবি
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীকে নিয়োগ দেওয়া হয়েছে। সরকার তাঁকে আগামী তিন বছরের জন্য এ পদে নিয়োগ দিয়েছে।
আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, এমদাদ উল বারীকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে ব্যবস্থাপনা ও প্রশাসন ক্যাটাগরিতে বিটিআরসির কমিশনার পদে নিয়োগপূর্বক চেয়ারম্যান পদে পদায়ন করা হলো।