আপত্তি ওঠায় নতুন ৮ ডিসির নিয়োগ বাতিল
দুই দফায় নিয়োগ দেওয়া ৫৯ জন জেলা প্রশাসকের (ডিসি) মধ্যে আটজনের নিয়োগ বাতিল করেছে সরকার। লক্ষ্মীপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, শরীয়তপুর, দিনাজপুর ও রাজবাড়ীর জেলা প্রশাসকের নিয়োগ বাতিল করা হয়েছে।
আজ বুধবার (১১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
সচিব বলেন, ‘সাংবাদিকদের প্রতিবেদন এবং বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অনেক দিনের পুরোনো তথ্যের ভিত্তিতেও যেসব পদায়নকৃত জেলা প্রশাসকের বিরুদ্ধে ভ্যালিড অভিযোগ পাওয়া গেছে, সেগুলো আমরা বিবেচনায় নিয়েছি। আপনারা জানেন, স্ট্যান্ডিং বাছাই কমিটির মাধ্যমে ডিসি ফিট লিস্ট হয়। যেটার প্রধান থাকেন মন্ত্রিপরিষদ সচিব। ওই কমিটি পর্যালোচনা করে আট জনের নিয়োগ বাতিল করা হয়েছে। গত সোম ও মঙ্গলবার দুই দফায় ৫৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এ নিয়োগ নিয়ে কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ দেখা দিলে আট জনের নিয়োগ বাতিল করা হয় আজ।