যমুনা নদীতে চাচাতো ভাই-বোন নিখোঁজ
সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে গোসল করতে নেমে দুই চাচাতো ভাই-বোন নিখোঁজ হয়েছে। আজ বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে তারা নিখোঁজ হলেও সন্ধ্যা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।
আগামীকাল বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরিদল এসে তাদের উদ্ধারে কাজ শুরু করবে বলে জানিয়েছে পুলিশ।
নিখোঁজ দুই চাচাতো ভাই-বোন হলো সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাসকাউলিয়া ইউনিয়নের কুরকি গ্রামের আলমগীর হোসেনের ছেলে হযরত আলী (৫ বছর ছয় মাস) ও তার চাচাতো বোন জাহাঙ্গীর হোসেনের মেয়ে খাদিজা খাতুন (৫)।
চৌহালী নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল ইসলাম বলেন, দুপুরে দাদা আব্দুর রহিম মোল্লার সঙ্গে যমুনা নদীর জোতপাড়া ঘাটে গোসল করতে আসে হযরত আলী ও খাদিজা খাতুন। গোসলের একপর্যায়ে বৃষ্টি নামলে দাদা দুই নাতি-নাতনিকে বাড়িতে যেতে বলে। তারা দুজন নদী থেকে উঠে দাদার অগচরে আবারও নদীতে নামে। একপর্যায়ে তারা দুজন নিখোঁজ হয়। বাড়ির লোকজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি। পরে টাঙ্গাইল ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। রাত হওয়ায় তারা আসেনি। আগামীকাল সকালে ফায়ার সার্ভিসের ডুবুরিদল এসে উদ্ধারকাজ শুরু করবে বলে জানিয়েছে।