কক্সবাজারে বৃষ্টিপাতের রেকর্ড, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় মোট ৩৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের এই পরিমাণ রেকর্ড করা হয়। এ সময়ে জেলাটিতে পাহাড় ধসে ছয়জনের মৃত্যু হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলছে, মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এ ছাড়া সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক এই তথ্য জানান। আবহাওয়া পূর্বাভাসে তিনি জানান, আজ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আরও বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী, বগুড়া, সিরাজগঞ্জ, নীলফামারী, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।