আমদানি হচ্ছে সজনে
দেশে এখন সজনে ডাটার মৌসুম নয়। কিন্তু বাজারে সচরাচর পাওয়া যাচ্ছে সবজি জাতীয় এই সজনে ডাটা। ফলে ভোক্তাদের চাহিদা পূরণে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা হচ্ছে সজনে। প্রতি কেজি সজনে বন্দরের মোকামে পাইকারি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা দরে। আবার খুচরা পর্যায়ে ১৮০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দরের আমদানিকারক প্রতিনিধি নুরল ইসলাম জানান, প্রায় প্রতিদিন ভারত থেকে আমদানি হচ্ছে সজনে। গত দুদিনে হিলি বন্দর দিয়ে ৯০ মেট্রিক টন সজনে আমদানি হয়েছে। প্রতি মেট্রিক টন সজনে ডাটা আমদানি হচ্ছে ১৫০ মার্কিন ডলারে। আর প্রতি কেজিতে কাস্টমস ট্যাক্স দিতে হচ্ছে ২০ টাকার মতো।
নুরল ইসলাম আরও জানান, সজনে ডাটার এখন মৌসুম নয়। কিন্তু বাড়তি চাহিদা ও ভালো দাম পাওয়ায় ভারত থেকে আমদানি করা হচ্ছে। আমদানি করা সজনে ঢাকা, চট্রগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে চাহিদা রয়েছে।
এদিকে বন্দরের কাস্টমস কর্তৃপক্ষ জানায়, গেল দুই দিনে হিলি স্থলবন্দর দিয়ে ৯০ মেট্রিক টন সজনে ডাটা আমদানি করা হয়েছে। বন্দরের কাস্টমসের কার্যক্রম সম্পন্ন করে ব্যবসায়ীরা যাতে দ্রুত খালাস করে নিতে পারেন সেই ব্যাপারে সহযোগিতা করা হচ্ছে।