কুমিল্লায় বন্যা দুর্গতদের পাশে এনটিভি পরিবার
কুমিল্লায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে এনটিভি পরিবার। এনটিভিতে কর্মরত কর্মকর্তা-সংবাদকর্মীরা তাদের বেতনের একটা অংশ পাঠিয়েছেন এ জেলার বানভাসি মানুষের জন্য। তাদের পাঠনো নগদ টাকা আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সারা দিন বিভিন্ন এলাকায় ঘুরেঘুরে হাতে তোলে দেন জেলা প্রতিনিধি।
এই দুর্যোগ মুহূর্তে আর্থিক সহযোগিতা পেয়ে আনন্দে কেঁদে উঠেন বন্যাদুর্গত মানুষ। এনটিভির এই আর্থিক সহযোগিতার জন্য সৃষ্টিকর্তার কাছে মন থেকে দোয়া করেন তাঁরা।
ঘুংঘুর, গোমতী ও সালদা নদীর বাঁধ ভেঙে মুহূর্তেই তলিয়ে যায় কুমিল্লার চার উপজেলা। অন্যদিকে ফেনির মুহুরী নদীর পানির তোড়ে ভেসে যায় নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, চৌদ্দগ্রাম ও লাকসাম উপজেলার সব গ্রাম। বলা যায় এবারের বন্যায় দুমড়েমুচড়ে গেছে কুমিল্লা। ভেঙে পড়েছে জেলার আট উপজেলার অর্থনীতি ও অবকাঠামো। প্লাবিত হয়েছে কৃষিজমি, মাছের ঘের। ভেঙে গেছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। জেলার ১৭ উপজেলার মধ্যে ১৪ উপজেলা প্লাবিত হলেও আট উপজেলার অবস্থা ভয়াবহ।
দীর্ঘ ২১ দিনেরও বেশি সময় পর পানি নামলে বাড়ি ফিরে বন্যার্তরা দেখে তাদের বাড়িঘর ভেসে গেছে বানের জলে। অসহায় এই পরিবারগুলো অশ্রয় নিয়েছিলো বেড়িবাঁধসহ বিভিন্ন উঁচু স্থানে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বুড়িচং উপজেলার ইন্দ্রবতী গ্রামের দাশপাড়া, বুড়বুড়িয়া, বেড়াজাল গ্রামের বেশিরবাগ মাটির ঘর ভেঙে মাটিতে মিশে গেছে। ঘরবাড়ি হারিয়ে হাহাকার করছে বানভাসি মানুষজন। কীভাবে তাদের ঘরবাড়ি পুনর্নির্মাণ করবে সে চিন্তা তাদের চোখেমুখে।