সমুদ্র সৈকতে নারীকে হেনস্তা, সেই যুবক গ্রেপ্তার
কক্সবাজারের সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়া নারীদের হেনস্তা ও মারধরসহ হয়রানির ঘটনায় জড়িত ফারুকুল ইসলাম (২২ সেপ্টম্বর) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা পুলিশ। আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কক্সবাজার জেলা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শুক্রবার দিবাগত রাতে সদরের কালুর দোকান এলাকা থেকে ফারুকুল ইসলামকে গ্রেপ্তার করে। তার নামে কক্সবাজার সদর মডেল থানায় মামলা হয়েছে। তাকে আদালতেও পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কক্সবাজার সমুদ্র সৈকতে কয়েকজন নারীকে প্রকাশ্যে হেনস্তা, অবমাননা ও শারীরিক নির্যাতনের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি নিয়ে তদন্তে নামে পুলিশ। পরে ফারুকুল ইসলামকে সনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশ পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করাসহ নারীদের হেনস্তা ও হয়রানির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর বলেও জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।