আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের উত্তেজনা, বাস ভাঙচুর
কয়েকদিন আগে ধানমণ্ডি আইডিয়াল কলেজের সাইনবোর্ড খুলে নেওয়ার ঘটনা ঘটে। এবার ধানমণ্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ভাঙল ঢাকা কলেজের শিক্ষার্থীদের পরিবহণে ব্যবহৃত শঙ্খনীল নামে একটি বাস। এমন তথ্য ছড়িয়ে পড়লে আজ রোববার (১৫ সেপ্টেম্বর) দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। বিকেল সোয়া ৪টার সময় এ প্রতিবেদন লেখার সময়ও উত্তেজনা চলছিল।
আজ রোববার (১৫ সেপ্টেম্বর) নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুল ইসলাম এনটিভি অনলাইনকে এ তথ্য জানান। তিনি বলেন, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এ সময় বাস ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবরোধ করেন।
হাফিজুল ইসলাম বলেন, পরে দুই কলেজের শিক্ষকরা ঘটনাস্থলে উপস্থিত হয়। একপর্যায়ে শিক্ষকদের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে, এখনও উত্তেজনা রয়েছে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা বলেন, ক্লাস শেষে মিরপুর অভিমুখের শঙ্খনীল বাসটি সায়েন্সল্যাব পার হওয়ার পরপরই অতর্কিত আক্রমণ চালানো হয়। আইডিয়াল কলেজের ইউনিফর্ম পরা শিক্ষার্থীরা এ হামলা চালায়। ওই বাসে শিক্ষকরাও ছিলেন। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী, বাসচালক আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীরা সিটের নিচে বসে ছোঁড়া ইট থেকে নিজেদের রক্ষা করেন।
এর আগে গত মঙ্গলবার সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও ধানমণ্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হন। যার মধ্যে বেশিরভাগই ছিলেন ঢাকা কলেজের শিক্ষার্থী।