গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় নায়াগ্রা টেক্সটাইলস কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। একই দাবিতে মহানগরীর সারাবো এলাকায় বেক্সিমকো টেক্সটাইলস কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
শিল্প পুলিশ জানায়, সকালে চন্দ্রার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের একপাশ অবরোধ করে গত মাসের বকেয়া বেতনের দবিতে বিক্ষোভ করে নায়াগ্রা টেক্সটাইলসের শ্রমিকরা। খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
অপরদিকে, সকালে সারাবো এলাকার বেক্সিমকো টেক্সটাইলস কারখানার শ্রমিকরাও বকেয়া বেতনের দাবিতে কালিয়াকৈর-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ছাড়া গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সিজন ড্রেস কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে।
গাজীপুরের অন্যান্য কারখানাগুলোতে স্বাভাবিক উৎপাদন প্রক্রিয়া অব্যাহত আছে। সেসব কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন।