হামলার প্রতিবাদে হাসিমুখে অবস্থান ছাত্রদের
মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার দুই মাসপূর্তিতে ‘হামলার প্রতিবাদ হাসিমুখে অবস্থান’ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের ব্যানারে শহরের সুপার মার্কেট শহীদ চত্বরে দাএ কর্মসূচি পালন করা হয়।
‘হাসিমুখে অবস্থান কর্মসূচি’তে হাসিমুখে অংশ নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় নানা স্লোগানের সঙ্গে ছাত্রদের ছিল হাসির উচ্ছ্বাস।
শিক্ষার্থীরা জানান, গত ১৭ জুলাই মুন্সীগঞ্জে ন্যায্য অধিকারের দাবিতে শহীদ চত্বরে দাঁড়িয়েছিল ছাত্ররা। এ সময় সন্ত্রাসী হামলা ও নিপীড়ন চালায় তৎকালীন ক্ষমতাসীন দলের লোকজন। চলে বেধড়ক মারধরের ঘটনা। আহত হয় অনেক ছাত্র-ছাত্রী। ভয়ভীতি নিয়ে পালাতে হয় তাদের। তাই ন্যক্কারজনক এই হামলার প্রতিবাদ ও সঠিক বিচার দাবি করে তারা।
দেশে আর হামলা সন্ত্রাস নিপীড়ন কিংবা ভয়ভীতির পুনরাবৃত্তি নয়। ছাত্র-জনতা হাঁসতে চায় বাঁচতে চায়, সমৃদ্ধ দেশ গড়তে চায়। কোনো ক্ষমতা স্থায়ী নয়, তাই দেশের সব ছাত্র-জনতাকে হাসিমুখে বাঁচার পরিবেশ তৈরি করার জন্য সবাইকে এক থাকতে হবে।
কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্র শেখ আহমেদ ফয়সাল বলেন, গত ১৭ জুলাই আমাদের যৌক্তিক দাবিতে আমরা এখানে এসেছিলাম। কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের উপর নৃশংস হামলা করেছিল। আমরা চাই প্রচলিত আইনে এর বিচার হবে। যেস্থান থেকে আমাদের বিতাড়িত করেছে সেখানেই আমরা ফিরেছি হাসিমুখে। কিন্তু সন্ত্রাসীরা এখন নেই, তারা আর ফিরে না আসুক।’
নোমান আল মাহমুদ বলেন, অস্ত্র লাঠির ক্ষমতা,রুখে দিয়েছে জনতা। এখন আমরা হাঁসতে চাই। এ হাসি সন্ত্রাস ফ্যাসিবাদের বিপক্ষে এক ধরনের প্রতিবাদ।
পরে একই দাবিতে মিছিল বের করে ছাত্ররা। মিছিলটি স্থানীয় সড়ক ও শহীদ চত্বর প্রদক্ষিণ করে শেষ হয়।