ভোলার লালমোহনে অগ্নিকাণ্ডে ছয় ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/09/17/aaguner_prtiikii_chbi.jpg)
প্রতীকী ছবি
ভোলা জেলার লালমোহন উপজেলায় অগ্নিকাণ্ডে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলা শহরের উত্তর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্ট-সার্কিট অথবা জ্বলন্ত কয়েলের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
লালমোহন ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. সোহরাব হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের লালমোহন ও চরফ্যাশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে। তবে ততক্ষণে দুটি মুদির দোকান ও চারটি মুরগির দোকান পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির তালিকা নিরুপণের কাজ চলছে বলেও জানান তিনি।