দৈনিক রাজবাড়ীর কণ্ঠের প্রকাশকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
রাজবাড়ীর স্থানীয় দৈনিক রাজবাড়ী কণ্ঠর প্রকাশক প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান খানের বিরুদ্ধে করা মামলা মিথ্যা দাবি করে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন জেলার গণমাধ্যমকর্মীরা।
আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
এরপর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, দৈনিক রাজবাড়ী কণ্ঠর প্রকাশক প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান খান প্রকাশনার পাশাপাশি নিঃস্বার্থ সমাজ সেবক এবং অরাজনৈতিক ব্যক্তি হিসেবে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণসহ জনহিতকর কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের দিন ঢাকার উত্তরায় সক্রিয়ভাবে অংশ গ্রহণ করে নিজের অর্থে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মধ্যে খাবার, পানি ও কোমল পানীয় বিতরণ করেন। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যেমূলকভাবে ঢাকার মিরপুর ও সাভার থানার দুটি মামলায় মিথ্যা অভিযোগে তাঁকে আসামি করে। কোনো ঘটনার সঙ্গে তাঁর ন্যূনতম সম্পৃক্ততা নেই বলেও দাবি করা হয় স্মারকলিপিতে।
মানববন্ধনে রাজবাড়ী কণ্ঠর সম্পাদক ও রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোহাম্মদ জহুরুল হক বক্তব্য দেন। এ সময় রাজবাড়ী প্রেসক্লাবের সহসভাপতি মোশাররফ হোসেন, কাজী আব্দুল কুদ্দুস বাবু, সহসম্পাদক জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেলাল মাহমুদ, সহসভাপতি আসহাবুল ইয়ামিন রয়েন, সাধারণ সম্পাদক শিহাবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, রাজবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, সাধারণ সম্পাদক সোহেল রানাসহ জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।