খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় আওয়ামী লীগনেতা আটক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/09/20/arest_awami_lig.jpg)
শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোশারফ হোসেনকে আদাবর থানা এলাকা থেকে আটক করেছে র্যাব। ছবি : র্যাব মিডিয়া সেন্টার
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ঘটনায় শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোশারফ হোসেনকে আটক করা হয়েছে। আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) তাকে রাজধানীর আদাবর থানা এলাকা থেকে আটক করে র্যাব।
সন্ধ্যায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি বর্ষণকারী এবং ২০১৫ সালের ২০ এপ্রিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, ভাঙচুর, হত্যাচেষ্টা, চাঁদা দাবি ও অগ্নিসংযোগের মামলায় শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোশারফ হোসেনকে আটক করা হয়েছে।