সিলেটে পৃথক স্থানে বজ্রাঘাতে নিহত ৪
সকাল থেকেই তীব্র তাপদাহে পুড়ছিল সিলেট। গরমে অতীষ্ঠ ছিল জনজীবন। দুপুরে হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় জৈন্তাপুর ও কানাইঘাটে বজ্রাঘাতে অন্তত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আজ শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে জৈন্তাপুর সদর ইউনিয়নের আগফৌদ ও ভিত্রিখেল এলাকায় বজ্রাঘাতে দুজনের প্রাণহানি ঘটে।
নিহতরা হলেন জৈন্তাপুর ইউনিয়নের আগফৌদ গ্রামের নূরুল হকের ছেলে নাহিদ আহমদ (১৩) এবং একই ইউনিয়নের ভিত্রিখেল ববরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল মান্নান মনই (৪৫)।
এর মধ্যে আব্দুল মান্নান মাঠে কাজ করছিলেন। সেখানেই বজ্রাঘাতের শিকার হন তিনি। অন্যদিকে নাহিদ বাড়ির পাশেই একটি স্থানে দাঁড়িয়ে ছিল। এ সময় বজ্রাঘাতে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, বজ্রাঘাতে মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানান জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।
এদিকে কানাইঘাট উপজেলায় বজ্রাঘাতে আরও দুজনের মৃত্যু হয়। আজ বিকেল ৪টার দিকে উপজেলার লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের কেওটিহাওর গ্রামের আব্দুল মিয়ার ছেলে কালা মিয়া (২৮) ট্রাক্টর দিয়ে জমি চাষ করার সময় বজ্রাঘাতে নিহত হন ।
বজ্রঘাতে নিহত অপরজন হচ্ছেন উপজেলার ধলইমাটি এলাকার নূর উদ্দিন (৬০)। তিনি মাছ ধরতে গিয়েছিলেন।
বজ্রাঘাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার।