পাঁচ সাংবাদিকের পরিবারকে লাভ শেয়ার বিডির সহায়তা
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে নিহত পাঁচ সাংবাদিককে স্মরণ করে তাদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে লাভ শেয়ার বিডি। গতকাল রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘স্বৈরাচার হাসিনা সরকারের পতনে সাংবাদিক সমাজের ভূমিকা ও বর্তমান করণীয়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন লাভ শেয়ার বিডি-ইউএস। এ সময় তাদের সহায়তা দেওয়া হয়।
অর্থ সহায়তা হিসেবে ঢাকা টাইমসর সিনিয়র রিপোর্টার হাসান মেহেদী, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সিলেট প্রতিনিধি আবু তাহের মো. তুরাব, দৈনিক খবরপত্র’র রায়গঞ্জ প্রতিনিধি প্রদীপ কুমার ভোমিক, ফ্রিল্যান্স সাংবাদিক তাহির জামান প্রিয়, গাজীপুরভিত্তিক দৈনিক ভোরের আওয়াজ পত্রিকার সাংবাদিক শাকিল হোসেনের পরিবারকে এক লাখ করে টাকা দেওয়া হয়।
জাতীয় প্রেসক্লাব এবং সাংবাদিকদের পেশাগত অধিকারবিষয়ক সংগঠন জার্নালিস্ট ফর জাস্টিসের সহযোগিতায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ। এতে মূখ্য আলোচক ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারী।
সাংবাদিক জাহেদ চৌধুরীর পরিচালনায় আরও বক্তব্য দেন বিএফইউজের সাবেক সভাপতি ও সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, কবি আব্দুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া, সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত মহাসচিব মোহাম্মদ বাছির জামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ডিআরইউয়ের সাবেক সভাপতি মুরসালিন নোমানী এবং নিহত দুজন সাংবাদিকের পরিবারের সদস্য।
সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী বলেন, আজকে এখানকার পরিবেশ খুবই বেদনা বিধুর। খুবই কঠিন মুহূর্ত যখন পিতার কাঁধে সন্তানের লাশ। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তারা তাদের জীবন দিয়েছে।