রাজধানীতে ৮৪ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার
পরিত্যক্ত অবস্থায় ৮৪ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে ডিএমপির লালবাগ থানা পুলিশ। গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে লালবাগের শহীদনগর এলাকা থেকে কার্তুজগুলো উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার লালবাগ থানা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহীদনগরের আধা গলির মাথায় ওয়াসার পানির পাম্পের পশ্চিম পাশ থেকে একটি বাজারের প্লাস্টিকের ব্যাগের মধ্যে রাখা ছিল কার্তুজগুলো। খবর পেয়ে তারা ছুটে যান এবং পরে বাজারের ব্যাগটি খুলে ৮৪ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেন তারা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ বলছে, ধারণা করা হচ্ছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের সময় রাজধানীর থানাগুলোতে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি অস্ত্র গোলাবারুদ লুটের ঘটনা ঘটে। শটগানের কার্তুজ সেদিন কেউ হয়তো নিয়ে গিয়েছিল। কিন্তু পুলিশের পক্ষ থেকে লুটকৃত অস্ত্র গোলাবারুদ নিকটস্থ থানায় জমার দেওয়ার নোটিশ জারি করা হলে ভয়ে কেউ এমন করেছে।