রাষ্ট্র সংস্কার করে গ্রহণযোগ্য নির্বাচন সময়ের দাবি : ফয়জুল করীম
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/09/26/barishal_news_pic.jpg)
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘৫ আগস্ট বিজয়ের পর সেই আগের মতো দখলদারি, চাঁদাবাজি ও ধ্বংসযজ্ঞ শুরু করেছে একটি গোষ্ঠী। এসব বন্ধ করতে হবে। ঘুরে ফিরে দুর্নীতিবাজদের ক্ষমতায় আনলে জনগণের দুঃখ-দুর্দশার অন্ত থাকবে না। তাই রাষ্ট্র সংস্কার করে গ্রহণযোগ্য নির্বাচন এখন সময়ের দাবি।’
আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টম্বর) বিকেলে ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম এ কথা বলেন।
ইসলামী ছাত্র আন্দোলনের জেলা কমিটির উদ্যোগে এ সমাবেশ হয়েছে।
মুফতি ফয়জুল করীম বলেন, ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার করতে হবে। দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ভারতের পানি আগ্রাসন বন্ধের ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। অবৈধ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আরও বলেন, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ সবার। মুসলিমদের পাশাপাশি সব ধর্মের মানুষ এখানে নিরাপদ থাকবে—এটাই স্বাভাবিক। সংখ্যালঘুদের নিয়ে যারা রাজনীতি করে তারাই হিন্দুদের মন্দিরে আক্রমণ চালায়।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন নূর, বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা এ বি এম জাকারিয়া, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম আল-জামিন, কেন্দ্রীয় নির্মাণ শ্রমিকবিষয়ক সম্পাদক শেখ মুহাম্মদ নজরুল ইসলাম, বরিশাল মহানগর সভাপতি প্রফেসর মুহাম্মাদ লোকমান হাকীম প্রমুখ।
ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল জেলা শাখার সভাপতি এম এম সালাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ আর ইব্রাহীম ফয়সাল অনুষ্ঠান সঞ্চালনা করেন।