সমালোচনার মুখে বাতিল পাঠ্যপুস্তক সংশোধন কমিটি
বাতিল করা হয়েছে পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটি। ব্যাপক সমালোচনার মুখে আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। এতে এ বিষয়ক সব কমিটি বাতিল করার কথা জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ও মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন ও সমন্বয়ের লক্ষ্যে গঠিত সমন্বয় কমিটি বাতিল করা হলো।
এর আগে, গত ১৫ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. খ ম কবিরুল ইসলামকে প্রধান করে ১১ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটিতে ধর্মবিদ্বেষীরা রয়েছে দাবি করে ২৭ সেপ্টেম্বর কড়া বার্তা দিয়েছেন ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, ধর্মপ্রাণ মানুষের সন্তানরা কী পড়বে, তা ঠিক করবে চিহ্নিত ধর্মবিদ্বেষীরা! এটা শহীদদের রক্তের সঙ্গে সুস্পষ্ট বেইমানি।
পরে কমিটির বিষয়ে বিতর্ক ছড়িয়ে পড়ে সবখানে। এসব বিষয়ে পর্যালোচনার জন্য এই কমিটি গঠন করা হয়েছিল। আজ সেই পাঠ্যপুস্তক সংশোধন কমিটি বাতিল করা হলো।